Realme X - Price, Full Specifications & Features | রিয়েলমি এক্স ফোন প্রাইজ, স্পেসিফিকেশন এবং ফিচার।
বর্তমানে আমার সবাই কোন না কোন মোবাইল ফোন ব্যবহার করি। কেউ বা ভাল কোন ব্যান্ডের আবার কেউ বা সাধ্যের মধ্যে কম দামি ফোন। ফোন ছাড়া আমরা একদিন ও চলতে পারি না। এই ফোন ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে আমরা প্রতি দিন ব্যবহার করে চলেছি।
তাই নিত্য প্রয়োজনীয় ফোনটি কেনার আগে আমাদের যা যা যাচাই করা উচিত দেখুন ফোন টির রিলিজ ডেইট, ফোনটির ওজন এবং ডাইমেনশন একই সাথে ফোনটির কনফিগারেশন অর্থাৎ র্যাম, ফোন মেমোরী, ক্যামেরা, ব্যাটারী ব্যাকআপ সহ বর্তমান বাজার মূল্য। তো আজকের পোষ্টতে আমি আপনাদের সাথে আলোচনা করবো Realme ব্যান্ডের একটি লেটেস্ট ফোন Realme X এই ফোনের বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
Network
| Technology | GSM / CDMA / HSPA / LTE |
| 2G bands | GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2 |
| CDMA 800 & TD-SCDMA - China | |
| 3G bands | HSDPA 850 / 900 / 1700(AWS) / 2100 |
| 4G bands | LTE band 1(2100), 3(1800), 4(1700/2100), 5(850), 8(900), 34(2000), 38(2600), 39(1900), 40(2300), 41(2500) |
| Speed | HSPA 42.2/11.5 Mbps, LTE-A (2CA) Cat6 300/75 Mbps |
| GPRS | Yes |
| EDGE | Yes |
LAUNCH
| Announced | 2019, May |
| Status | Coming soon. Exp. release 2019, June |
BODY
| Dimensions | 161.2 x 76 x 8.6 mm (6.35 x 2.99 x 0.34 in) | |
| Weight | 191 g (6.74 oz) | |
| Build | Front glass (Gorilla Glass 5), plastic body | |
| SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |

DISPLAY
| Type | AMOLED capacitive touchscreen, 16M colors | |
| Size | 6.53 inches, 105.2 cm2 (~85.9% screen-to-body ratio) | |
| Resolution | 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~394 ppi density) | |
| Protection | Corning Gorilla Glass 5 |

PLATFORM
| OS | Android 9.0 (Pie); ColorOS 6 |
| Chipset | Qualcomm SDM710 Snapdragon 710 (10 nm) |
| CPU | Octa-core (2x2.2 GHz Kryo 360 Gold & 6x1.7 GHz Kryo 360 Silver) |
| GPU | Adreno 616 |
MEMORY
| Card slot | No |
| Internal | 128 GB, 8 GB RAM or 64 GB, 4/6 GB RAM |
MAIN CAMERA
| Dual | 48 MP, f/1.7, (wide), 26mm (wide), 1/2", 0.8µm, PDAF 5 MP, f/2.4, depth sensor |
| Features | LED flash, HDR |
| Video | 2160p@30fps, 1080p@30fps (gyro-EIS), 1080p@120fps, 720p@960fps |

SELFIE CAMERA
| Single | Motorized pop-up 16 MP, f/2.0, 25mm (wide), 1/3", 1.0µm |
| Features | HDR |
| Video | 1080p@30fps |

SOUND
| Loudspeaker | Yes |
| 3.5mm jack | Yes |
| Active noise cancellation with dedicated mic Dolby Atmos sound |
COMMS
| WLAN | Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot |
| Bluetooth | 5.0, A2DP, LE, aptX HD |
| GPS | Yes, with A-GPS, GLONASS, BDS |
| Radio | FM radio |
| USB | Type-C 1.0 reversible connector |
FEATURES
| Sensors | Fingerprint (under display), accelerometer, gyro, proximity, compass |
BATTERY
| Non-removable Li-Po 3765 mAh battery | |
| Charging | Fast battery charging 20W: 55% in 30 min (VOOC 3.0) |

MISC
| Colors | Steam white, Punk Blue |
| Models | RMX1901 |
| Price | About 160 EUR |
Realme ব্যান্ডের ফোন বহুল প্রচলিত। বিশ্বের সবথেকে দামী ফোন গুলোর মধ্যে Realme একটি ব্যান্ড। বর্তমানে Global market-এ Realme ব্যন্ডের ফোনের লেটেস্ট Realme X । ফোনটি ২০১৯ সালেরে্ মে মাসে অ্যানাউন্স হয় এবং Coming soon. Exp. release 2019, June ডাইমেনশন: 161.2 x 76 x 8.6 mm (6.35 x 2.99 x 0.34 in) । ওজন: ১৯১ গ্রাম, বিউল্ড: Front glass (Gorilla Glass 5), plastic body ফোনটিতে ২জি, ৩জি, ৪জি, সাপোর্ট করে। ডুয়েল ন্যানো সিম Dual SIM (Nano-SIM, dual stand-by) টার্চস্কিন: AMOLED capacitive touchscreen, 16M colors । ফোনটির ডিসপ্লে সাইজ: 6.53 inches, 105.2 cm2 (~85.9% screen-to-body ratio) যার রেজুলেশন 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~394 ppi density) । ফোনটির অপারিটিং সিস্টেম: Android 9.0 (Pie); ColorOS 6 । চিপসেট আছে: Qualcomm SDM710 Snapdragon 710 (10 nm) । প্রসেসর ব্যবহার করা হয়েছে: Octa-core (2x2.2 GHz Kryo 360 Gold & 6x1.7 GHz Kryo 360 Silver), জিপিইউ: Adreno 616 । মেমোরী কার্ড Card slot নাই তাই অতিরিক্ত মেমোরী কার্ড ব্যবহার করতে পারবেন না ।

ইন্টারনাল মেমোরী ও র্যাম : 128 GB, 8 GB RAM or 64 GB, 4/6 GB RAM । সামনে ৪৮ মেগা/পিঃ ডুয়েল ক্যামেরা ও এলইডি ফ্লাস LED flash এবং সেল্ফি ক্যামেরা ১৬ মেগা/পিঃ সিঙ্গেল ক্যামেরা।সাথে ওয়াইফাই/ব্লুটুথ/জিপিস/রেডিও/ইউএসবি সবই থাকছে। ফিচার হিসেবে: Fingerprint (under display), accelerometer, gyro, proximity, compass ব্যাটারী: নন রিমুভাবল ব্যাটারী Non-removable Li-Po 3765 mAh battery, Fast battery charging 20W: 55% in 30 min (VOOC 3.0) । ফোনটির রং: ফোনটিতে ২ টা কালার ভার্শন রয়েছে Steam white, Punk Blue
সুতরাং আশা করি ফোনটি অনেক ভাল কর্মদক্ষতা প্রদর্শন করবে। হ্যাং কম হবে, টার্চ স্মুদলি কাজ করবে। সেন্সসর গুলো অনেক পাওয়ারফুল, পটেকশন গ্লাসটাও অনেক দারুন, ক্যামেরা গুলো অনেক ভাল কোয়ালিটির হওয়াই উচ্চ রেজুলেশনের পরিস্কার ফটো/ছবি আশার করা যায়। হাইকোয়ালিটির(এইচডি) ভিডিও ধারন করতে পারবেন । আন্তর্জাতিক বাজারে মোটা-মুটি ভাল মানের ফোন বলতে আমরা এই ধরনের ফোনগুলোকেই বুঝি । প্রায় সব ফোনই বর্তমানে চাইনাতে তৈরি করা হয় অথাৎ চাইনিজ বা সব ফোনই মেইড বাই চাইনা (কিছু ফোন ব্যাতিত)। তবে বিভিন্ন কম্পানি ও দেশ তথা স্থান, কাল ও পাত্র সাপেক্ষ্যে ফোন নির্মাতা প্রতিষ্ঠান গুলো ফোনের কোয়ালিটি বিভিন্ন রকম করে থাকে। অথাৎ একই মডেলের ফোন কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ও জাতির জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে তৈরি করা হয়।
উদাহারণ স্বরুপ বলা যায়: Realme X যদি বাংলাদেশ থেকে ক্রয় করেন তবে একধরনের কোয়ালিটি পাবেন আর যদি ভারত বা অন্য কোন দেশ যেমন: সৌদি আরব বা সিংগাপুর থেকে (ক্রয়করেন)বা নিয়ে আসেন সেই ফোনের কোয়ালিটি কিন্তু ভিন্ন হবে। আপনি যে phoneই ক্রয় করেন না কেন, একটু দেখে- শুনে, চিন্তা করে বুঝে কিনলে কখনোই আশাকরি ঠকবেন না । একটি সাধারন নোরমাল ব্যান্ডের ফোনের চাইতে একটু বেশি টাকা দিয়ে যদি আপনি ভাল কোন ব্যান্ডের Phone যেমন Realme বা অন্য কোন ভাল ব্যান্ড ক্রয় করেন তাহেল আপনার ফোনটি- টিকবে বেশি দিন। ফোনের চার্জও ও অন্যান্য সব কিছুই ভাল পাবেন।দারুন অভিজ্ঞতা হবে।আপনিও ফোনটি ক্রয় কের ভাল থাকবে আশা করি। পৃথিবীতে Realme ব্যান্ড, অনেক ভাল ও নামকরা ব্যান্ড। Realme X ফোনটি কনফিগারেশন কম্বিনেশন টাও অনেক ভাল।
নোটঃ প্রত্যেকটি ফোনই কিন্তু সবদিক থেকে সয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটি ফোনের কিছু বিশেষ দিকে থাকে এবং অপর দিকে কিচু খারাপ দিক থাকে। যেমন ধরুন: কোন ফোনের ক্যামেরা সিঙ্গেল কিন্তু র্যাম বেশি আবার কোন ফোনের র্যাম ও ইন্টারনাল মেমোরী বেশি কিন্তু ক্যামেরা সিঙ্গেল ও কোয়ালিটি খারাপ। আবার কোন কোন ফোনের অ্যান্ডরিড ভার্শন কম তো অতিরিক্ত অন্য কোন ভাল ফিচার দেওয়া আছে।কোন কোন ফোনের ক্ষেত্রে কালার ভার্শন কম থাকায় আপনার কালার পছন্দ হবে না।সব মিলিয়ে একটি ফোনের যেটা ভাল অন্য ফোনের সেটা আবার ভাল নাও হতে পারে। Realme X তার ব্যতিক্রম নয়। ফোনটির মাত্র ২ কালার ভার্শন Steam white, Punk Blue রয়েছে । ফোনটির ওজনের জন্য কারো কারো পছন্দ নাও হতে পারে।
অন্যান্য ফোনগুলো দেখুন... See More Phones
Honor 20 Pro
Xiaomi Redmi 7A
Huawei Mate 20 X 5G
Huawei P Smart Z
LG Q9 (2019)
Sony Xperia 1
Visit our Graphic Design Blog...
ডিসক্লেমার/ বিঃদ্রঃ এই পেজের
সকল তথ্য ১০০% সঠিক এই মর্মে আমরা কোন গ্যারান্টী প্রদান করিনা।
0 Comments