Samsung Galaxy J7 Max – Full phone specifications & Review

Samsung Galaxy J7 Max – Full phone specifications & Review

Samsung j7 Max by phonelooking-min
5
(5)
আমাদের দেশে নানা ধরনের অ্যান্ডরিড ফোনের মধ্যে ব্যক্তিগত ভাবে Samsung Galaxy J7 Max ফোন টা আমি বেশি পছন্দ করেছিলাম এবং আমার একজন বন্ধুকে দিয়ে ইন্ডিয়া থেকে আনিয়ে ছিলাম। তবে একটি কথা বলে রাখা ভাল একই মডেলের ফোন কিন্তু ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে তৈরি করা হয়। যেমন ধরুন Samsung Galaxy J7 Max যদি বাংলাদেশ থেকে ক্রয় করেন একধরনের কোয়ালিটি পাবেন আর যদি ভারত বা অন্য কোন দেশ যেমন সৌদি আরব বা সিংগাপুর থেকে নিয়ে আসেন তার কোয়ালিটি কিন্তু ভিন্ন হবে। আপনি যে phoneই ক্রয় করেন না কেন, একটু দেখে শুনে বুঝে কিনলে কখনোই ঠকবেন না। যে কোন নোরমাল ব্যান্ডের চাইতে একটু বেশি টাকা দিয়ে যদি আপনি ভাল কোন ব্যান্ডের Phone যেমন Samsung বা অন্য কোন ভাল ব্যান্ড ক্রয় করেন তাহেল আপনার ফোনটি- টিকবে বেশি দিন ফোনের চার্জও ভাল থাকবে আশা করি।
বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই কিন্তু না বুঝে অনেক ভুল সিন্ধান্ত নিয়ে নরমাল ব্যান্ডের একটি
ফোন কিনে ফেলি পরবর্তীতে যখন বুঝতে পারি তখন আর কিছুই করার থাকে না । অতি কষ্টে গোছানো টাকা দিয়ে একটি ফালতু নরমাল ফোন কিনে টাকা নষ্ট করার দরকার নাই। তাই আমি আপনাদের রিকমেন্ড করব ফোন কিনলে ভাল কোন ব্যান্ডের কিনেন। স্যামসাং, হাওয়াই, এইচ.টি.সি, শাওমি, বা নোকেয়া ইত্যাদি ফোন ‍গুলো ভাল বলা চলে।
Samsung Galaxy J7 Max – Full phone specifications
NETWORK
Technology GSM / HSPA / LTE
2G bands GSM 850 / 900 / 1800 / 1900 – SIM 1 & SIM 2
3G bands HSDPA 850 / 900 / 1900 / 2100
4G bands LTE band 1(2100), 3(1800), 5(850), 8(900), 20(800), 40(2300)
Speed HSPA 42.2/5.76 Mbps, LTE Cat4 150/50 Mbps
GPRS Yes
EDGE Yes
LAUNCH
Announced 2017, June
Status Available. Released 2017, June
BODY
Dimensions 156.7 x 78.8 x 8.1 mm (6.17 x 3.10 x 0.32 in)
Weight 179 g (6.31 oz)
Build Aluminum body, plastic ends
SIM Dual SIM (Nano-SIM, dual stand-by)
DISPLAY
Type PLS capacitive touchscreen, 16M colors
Size 5.7 inches, 89.6 cm2 (~72.5% screen-to-body ratio)
Resolution 1080 x 1920 pixels, 16:9 ratio (~386 ppi density)
PLATFORM
OS Android 7.0 (Nougat), upgradable to Android 8.0 (Oreo)
Chipset Mediatek MT6757 Helio P20 (16 nm)
CPU Octa-core (4×2.35 GHz Cortex-A53 & 4×1.65 GHz Cortex-A53)
GPU Mali-T880MP2
MEMORY
Card slot microSD, up to 256 GB (dedicated slot)
Internal 32 GB, 4 GB RAM
MAIN CAMERA
Single 13 MP, AF, f/1.7
Features LED flash, panorama, HDR
Video 1080p@30fps
SELFIE CAMERA
Single 13 MP, f/1.9
Features LED flash
Video
SOUND
Loudspeaker Yes
3.5mm jack Yes
COMMS
WLAN Wi-Fi 802.11 a/b/g/n, dual-band, WiFi Direct, hotspot
Bluetooth 4.2, A2DP, LE
GPS Yes, with A-GPS, GLONASS
Radio FM radio
USB microUSB 2.0, USB On-The-Go
FEATURES
Sensors Fingerprint (front-mounted), accelerometer, gyro, proximity, compass
BATTERY
  Non-removable Li-Ion 3300 mAh battery
Talk time Up to 20 h (3G)
Music play Up to 72 h
MISC
Colors Black, Gold
SAR 0.57 W/kg (head)     1.06 W/kg (body)    
SAR EU 0.46 W/kg (head)     1.52 W/kg (body)    
Price About 170 EUR
এই Mobile Phone টা খুবই দারুন এর সামনে ও পেছনে ১৩ মেগা পিঃ ক্যামেরা ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রোম যার কারনে ফোন কখনোই হ্যাং করে না । একসাথে অনেক আ্যাপ সেটআপ দিলেও ফোন স্লও হয় না। এই ফোন দিয়ে ইউটিউব সহ সকল ধরনে হাইরেজুলেশণ/এইচডি ভিডিও ধারন করা যাবে। কারন এর সামনে ও পিছনে ২ টা ক্যামরাই ১৩ মেগা পিঃ। ক্যামেরার পেছন সাইডে সুন্দর লাইটিং গ্লো লাগানে আছে কল আসলে বা মেসেজ আসলে লাইটিং জলবে। গরিলা টার্চ স্কিল হওয়ার কারনে টার্চ করাতে কোন সমস্যা হয় না। ব্যাটার চার্চ ও অনেক বেশি যাই।
নোট:
তবে সেটের কালার টা আমার কাছে ব্যক্তিগত ভাবে ভাল লাগে নি যদি গোল্ডেন আর কালো না হয়ে সিলভার বা সাদা অথবা অন্য কোন আর ২-৩ টা কালার থাকতো তবে ভাল হতো।

Post a Comment

0 Comments